মুফতী মুহাম্মদ আবুল কাসেম আলক্বাদেরী

পরিচিতি ও প্রারম্ভিক জীবন [Mu'allim ID No: B-01, M-51] মুফতী মোহাম্মদ আবুল কাসেম আলক্বাদেরী একজন উদীয়মান ইসলামী চিন্তাবিদ, মুবাল্লিগে দা'ওয়াতে খায়রএবং সুন্নী মতাদর্শের একনিষ্ঠ খাদেম তাঁর মুর্শিদ হলেন আওলাদে রাসূল ﷺ, হযরত সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.যি.আ.)। তিনি ২০১৩ সাল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর সাথে সাংগঠনিকভাবে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরাধীন কোতোয়ালী পূর্ব থানা শাখা (বিগত ধারায়) দা'ওয়াতে খায়র সম্পাদক হিসেবে নিরলসভাবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন কোড়: ১৬১০। তিনি একটি সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে বেড়ে ওঠেন। স্থায়ী ঠিকানা: পূর্ব বাকলিয়া ওয়ার্ড, সিলেট কোম্পানির বাড়ি, ‘গাউসিয়া-আলয়’, চট্টগ্রাম। মোবাইল নং: 01826700750 শিক্ষা জীবন তিনি তাঁর শিক্ষাজীবনের প্রতিটি স্তর অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে কামিল (মাস্টার্স) পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি ২০১৮ সালে তাফসীর বিভাগ এবং ২০১৯ সালে ফিক্বহ বিভাগ থেকে কামিল সম্পন্ন করেন। এর আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়-এর অধীনে আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ফাজিল (২০১৬) এবং অনার্স (২০১৭) সম্পন্ন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আধুনিক ভাষা ইনস্টিটিউট (IML) থেকে আরবি ভাষায় ডিপ্লোমা এবং ঢাকার জামেয়া ক্বাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম (উচ্চ মাধ্যমিক) সম্পন্ন করেন। ধর্মীয় আদর্শ ও আধ্যাত্মিকতা ধর্মীয়ভাবে তিনি সুন্নী-মাতুরীদী (আহলে সুন্নাত ওয়াল জামায়াত) মতাদর্শ এবং হানাফী মাজহাবের অনুসারী। আধ্যাত্মিক জীবনে তিনি সিলসিলায়ে আলিয়া ক্বাদেরীয়া-এর অনুসারী এবং মাসলাকে আ'লা হযরত-এর ধারক। তাঁর জীবনের মূল লক্ষ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের খেদমত করাকর্মজীবন কর্মজীবনে তিনি বিভিন্ন মসজিদে খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য মসজিদসমূহ:ছৈয়্যদ হাসান আলী জামে মসজিদ, আগ্রাবাদ (২০১৫–২০১৭) • বায়তুল জান্নাত জামে মসজিদ, হামযা দিঘীর পাড় (২০১৮–২০২৩) • খাঁন সাহেব আব্দুল খালেক সওদাগর জামে মসজিদ, বন্দর (২০১৪) বর্তমানে তিনি ‘দাওয়াত-এ-খায়র’ কার্যক্রমের সাথে যুক্ত এবং শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনায় রয়েছেন। ব্যক্তিগত বৈশিষ্ট্য ও শখ তিনি স্পষ্টভাষী ও নীতিবানতোষামোদ অপছন্দ করেন এবং ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ প্রাধান্য দেন। অবসরে নাত শোনা, বই পড়া এবং ইন্টারনেট ব্রাউজিং করেন। তিনি বৃষ্টির শব্দ, নদীর কলতান এবং পাহাড়ের নির্জনতা উপভোগ করেন। প্রিয় ব্যক্তিত্ব: হযরত মুহাম্মাদ ﷺ প্রিয় মানুষ: তাঁর বাবা

Exclusive Content

spot_img

হিলভিউ শাহী জামে মসজিদ, হিলভিউ , ৭ নং ওয়ার্ড।

 🗓️ তারিখঃ ০৯/০১/২০২৬ ইং, ☀️ রোজঃ জুম্মাবার, 🕰️ সময়ঃ বাদে মাগরীব, 📍 স্থানঃ হিলভিউ শাহী জামে মসজিদ, 👥 আয়োজকঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ- হিলভিউ ইউনিট, ৭ নং পশ্চিম ষোলশহর...

হাজী পাকনূর জামে মসজিদ, বলিরহাট বাজার।

1️⃣তারিখঃ ০৬/০১/২০২৬ ইং, 2️⃣রোজঃ মঙ্গলবার, 3️⃣সময়ঃ বাদে ইশা, 4️⃣স্থানঃ হাজী পাকনূর জামে মসজিদ, 5️⃣আয়োজকঃ বলিরহাট বাজার ইউনিট, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড, বাকলিয়া, চট্টগ্রাম মহানগর। 6️⃣বিষয়ঃ রসুল ﷺ এর...

কোরবানীগঞ্জ জামে মসজিদ, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, কোতোয়ালী পূর্ব, চট্টগ্রাম মহানগর, ০৫ জানুয়ারী ২৬ ইং

তারিখঃ ০৫/০১/২৬ ইং রোজঃ সোমবার সময়ঃ বাদে ইশা স্থানঃ কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদিঘীর দক্ষিণপাড়, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, কোতোয়ালী পূর্ব, চট্টগ্রাম মহানগর। বিষয়ঃ রসুল ﷺ এর ইসরা...