কোরবানীগঞ্জ জামে মসজিদ, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, কোতোয়ালী পূর্ব, চট্টগ্রাম মহানগর, ০৫ জানুয়ারী ২৬ ইং

Date:

তারিখঃ ০৫/০১/২৬ ইং
রোজঃ সোমবার
সময়ঃ বাদে ইশা
স্থানঃ কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদিঘীর দক্ষিণপাড়, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, কোতোয়ালী পূর্ব, চট্টগ্রাম মহানগর।
বিষয়ঃ রসুল ﷺ এর ইসরা ও মিরাজ
মুয়াল্লিমের নামঃ মুফতী মুহাম্মাদ আবুল কাসেম আলক্বাদেরী

উপস্থিত ব্যাক্তিবর্গের নামঃ
০১ আলহাজ্ব খাইর মোহাম্মদ
০২ মনোয়ার হোসেন মুন্না
০৩ মোহাম্মদ এমতিয়াজ উদ্দিন রনি
০৪ মোহাম্মদ আহমেদ ইমু
০৫ মোহাম্মদ আবুল বশর
০৬ মোহাম্মদ আব্দুল হান্নান
০৭ আব্দুস সালাম বালি
০৮ মোহাম্মদ আবু জাফর
০৯ মোহাম্মদ আব্দুল গফুর
১০ মোহাম্মদ আক্তার
১১ মোহাম্মদ ছমির উদ্দীন
১২ মোহাম্মদ বাবুল
১৩ মোহাম্মদ ফরহাদ
১৪ সাইফ আলী তুষার
১৫ মোহাম্মদ সেলিম
১৬ মোহাম্মদ তাজ উদ্দিন সুমন
১৭ ওয়াকার আহমেদ

 

Share post:

মুফতী মুহাম্মদ আবুল কাসেম আলক্বাদেরী
মুফতী মুহাম্মদ আবুল কাসেম আলক্বাদেরী
✅ পরিচিতি ও প্রারম্ভিক জীবন: [Mu'allim ID No: B-01, M-51] 👤 মুফতী মোহাম্মদ আবুল কাসেম আলক্বাদেরী একজন উদীয়মান ইসলামী চিন্তাবিদ, 🗣️ মুবাল্লিগে দা'ওয়াতে খায়র এবং 🕌 সুন্নী মতাদর্শের একনিষ্ঠ খাদেম। 🤲 তাঁর মুর্শিদ হলেন আওলাদে রাসূল ﷺ, হযরত সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.যি.আ.)। 🤝 তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর সাথে ২০১৩ সাল থেকে সাংগঠনিকভাবে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানেও তিনি চট্টগ্রাম মহানগরের আওতাধীন কোতোয়ালী পূর্ব থানা শাখার (বিগত ধারায়) দা'ওয়াতে খায়র সম্পাদক পদে নিরলসভাবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন (কোড়: ১৬১০)। 👨‍👩‍👦 একটি সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে তাঁর বেড়ে ওঠা। 🏠 তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রাম মহানগরের পূর্ব বাকলিয়া ওয়ার্ডের অন্তর্গত সিলেট কোম্পানির বাড়ীর ‘গাউসিয়া-আলয়’। 📱মোবাইল:01826700750 ✅ শিক্ষা জীবন: 📚 তিনি তাঁর শিক্ষাজীবনের প্রতিটি স্তর অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছেন। 🏫 ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে কামিল (মাস্টার্স) পর্যন্ত অধ্যয়ন করেন। 📖 তিনি ২০১৮ সালে 🎓তাফসীর বিভাগ এবং ২০১৯ সালে 🎓ফিক্বহ বিভাগ থেকে কামিল সম্পন্ন করেন। 🎓 এর আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়-এর অধীনে আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে — 📜 ফাজিল (২০১৬) — 📜 অনার্স (২০১৭) সম্পন্ন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 📜আধুনিক ভাষা ইনস্টিটিউট (IML) থেকে আরবি ভাষায় ডিপ্লোমা এবং 🏫 ঢাকার জামেয়া ক্বাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা থেকে 📜উচ্চ মাধ্যমিক (আলিম) সম্পন্ন করেন। ✅ ধর্মীয় আদর্শ ও আধ্যাত্মিকতা: 🕌 ধর্মীয়ভাবে তিনি সুন্নী-মাতুরীদী (আহলে সুন্নাত ওয়াল জামায়াত) মতাদর্শ এবং 📿 হানাফী মাজহাবের অনুসারী। 🌿 আধ্যাত্মিক জীবনে তিনি সিলসিলায়ে আলিয়া ক্বাদেরীয়া-এর অনুসারী এবং মাসলাকে আ'লা হযরত-এর ধারক। 🎯 তাঁর জীবনের মূল লক্ষ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের খেদমত করা। ✅ কর্মজীবন: 🕌 কর্মজীবনে তিনি বিভিন্ন মসজিদে খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 📍 উল্লেখযোগ্য মসজিদসমূহ— • আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপরপার্শে ছৈয়্যদ হাসান আলী জামে মসজিদ (২০১৫–২০১৭), • হামযা দিঘীর পাড়স্থ বায়তুল জান্নাত জামে মসজিদ (২০১৮–২০২৩), • বন্দরস্থ খাঁন সাহেব আব্দুল খালেক সওদাগর জামে মসজিদ,(২০১৪) 📢 বর্তমানে তিনি ‘দাওয়াত-এ-খায়র’-এর কার্যক্রমের সাথে যুক্ত আছেন, এবং 👨‍🏫 শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন। ✅ ব্যক্তিগত বৈশিষ্ট্য ও শখ: 🧠 ব্যক্তিগত জীবনে তিনি স্পষ্টভাষী ও নীতিবান। 🚫 তোষামোদ অপছন্দ করেন এবং ❤️‍🔥 ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ প্রাধান্য দেন। 🎧 অবসরে নাত শোনা, 📖 বই পড়া এবং 🌐 ইন্টারনেট ব্রাউজিং করেন। 🌧️ তিনি বৃষ্টির শব্দ, 🌊 নদীর কলতান এবং ⛰️ পাহাড়ের নির্জনতা শখের বশে উপভোগ করেন। 🌟 তাঁর প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মাদ (ﷺ) এবং ❤️ প্রিয় মানুষ তাঁর বাবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

দাওয়াতে খায়র মজলিস, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া পুরাতন শাহী জামে মসজিদ ৬নং ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভা

০৯/০১/২০২৬ সন্ধ্যা ৫:৫০ মিনিট হতে ৬:১০ মিনিট পর্যন্ত, লোক সংখ্যা ৮ জন ১/ আবু তাহের সো: ২/ আব্দুল...

পশ্চিম শাকপুরা  ২ নং ওয়ার্ড, বাইতুন নূর জামে মসজিদ, বোয়ালখালী চট্টগ্রাম।

১২/০১/২০২৬ পশ্চিম শাকপুরা  ২ নং ওয়ার্ড, বাইতুন নূর জামে মসজিদ, বোয়ালখালী চট্টগ্রাম। বিষয় : সূরা ফাতিহা মশকা ও অনুবাদ, ঈমান...

মাইজপাড়া জামে মসজিদ, চরণদ্বীপ, বোয়ালখালী, চট্টগ্রাম।

৫/০১/২০২৬, সোমবার, মাইজপাড়া জামে মসজিদ, বিষয়: গীবত, উপস্থিত মুসল্লীর সংখ্যা ২৫ জন। মু'আল্লিম : মুহাম্মদ আবদুল আজিজ,চরণদ্বীপ, বোয়ালখালী, চট্টগ্রাম।

মাছুম ফকির (র) জামে মসজিদ, উত্তর মাইজপাড়া, পতেঙ্গা, চট্টগ্রাম।

০৯/০১/'২৬, বৃহস্পতিবার স্থান: মাছুম ফকির (র) জামে মসজিদ, উত্তর মাইজপাড়া, পতেঙ্গা, চট্টগ্রাম। বিষয় : সুরা নাবা...