দা’ওয়াতে খায়র মজলিস। নজুমিয়া সাওদাগর জামে মসজিদ, লাঠিরপোল, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড, কোতোয়ালী পূর্ব , চট্টগ্রাম মহানগর।

Date:

1️⃣ 🗓️ তারিখঃ ২৪/০১/২০২৬ ইং,
☀️ রোজঃ শনিবার,
🕰️ সময়ঃ বাদে মাগরীব: দাওরা, বাদে এশা: মজলিস,
2️⃣📍স্থানঃ লাঠিরপোল-নজুমিয়া সাওদাগর জামে মসজিদ,
3️⃣👥 আয়োজকঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ- নজুমিয়া ইউনিট, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড, কোতোয়ালী পূর্ব , চট্টগ্রাম মহানগর।
4️⃣📖 আলোচিত বিষয়ঃ
◾ক্বোরআন: সূরা দুখখান, আয়াত ১-৪ , ◾হাদীস শরীফ: তারবিয়াতী নেসাবের ৪০৫ নং পৃষ্টার হাদীস শরীফ।
◾মাসআলা: শবে বরাতের প্রমাণ করণীয় ও বর্জনীয়, পৃষ্ঠা ৪০৫-৪০৮ পৃষ্ঠা, ৩৭ তম সংস্করণ।,
◾ফাযায়েলে দরুদ: ৪০৭ নং পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ।
◾প্রশ্নঃ
১) শবে বরাতে একাধিক রোযা রাখার ফজিলত কি?
২) শবে রবাতে অনেকে মাযার যিয়ারতের নামে রোড়ে রোড়ে সময় নষ্ট করে, এক্ষেত্রে করণীয় ও বিধান কি?
5️⃣ মুয়াল্লিমঃ মুফতী মুহাম্মাদ আবুল কাসেম আলক্বাদেরী সাহেব, (01757 000 757)[ ID No: B-01, M-51]
6️⃣ দাওরা’র বিবরণঃ বাদে আসর মুয়াল্লিম সাহেব ‘দাওয়াত নামা’ সহকারে উপস্থিতির প্রথম ছয়জন দা’ঈ-কে সাথে নিয়ে দা’ওরা করেন।
7️⃣ 📝 বিশেষ নোটঃ
◾আগামী ২৪/০১/২৫ ইং তারিখ ওয়ার্ড দা’ওয়াতে খায়র সম্পাদক জনাব মোহাম্মদ আবু তৈয়ব সাহেবের তত্বাবধানে দাওরা ও মজলিস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
8️⃣👤 উপস্থিত সম্মানিত দা’ঈ ও শ্রোতা মন্ডলীঃ
১. জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, (কোড়-১৬১০)
২. জনাব মোহাম্মদ হাজী জাহাঙ্গীর সাহেব, (W-সভাপতি)
৩. জনাব মোহাম্মদ সোলায়মান সাহেব, (W-সাধারণ সম্পাদক)
৪. জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, (W-দা’ওয়াতে খায়র সম্পাদক)
৫. জনাব মোহাম্মদ নূরনবী সাহেব
৬. জনাব মোহাম্মদ সেলিম উদ্দীন সাহেব, (কল্পলোক)
৭. জনাব মোহাম্মদ ওয়াহিদ মুরাদ সাহেব, (W-সাংগঠনিক)
৮. জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব
৯. জনাব মোহাম্মদ ডা: এম. কে. আলী সাহেব
১০. জনাব মোহাম্মদ ইয়াহইয়া খান সাহেব
১১. জনাব মোহাম্মদ শহিদুল হক সাহেব
১২. জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব
১৩. জনাব মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব
১৪. জনাব মোহাম্মদ আব্দুল মোনাফ সাহেব
১৫. জনাব মোহাম্মদ ফোরকান উদ্দিন সাহেব
১৬. জনাব মোহাম্মদ সাইদুল আলম সাহেব
১৭. জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব
১৮. জনাব মোহাম্মদ এসকান্দর সাহেব
১৯. জনাব মোহাম্মদ হাজী আবু তাহের সাহেব
২০. জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব
২১. জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব
২২. জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব
২৩. জনাব মোহাম্মদ আলী সাহেব
২৪. জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব
২৫. জনাব মোহাম্মদ শফি সাহেব
২৬. জনাব মোহাম্মদ খোরশেদ আলম সাহেব
২৭. জনাব মোহাম্মদ ইমরান সাহেব
২৮. জনাব মোহাম্মদ ওয়াহিদ সাহেব
২৯. জনাব মোহাম্মদ আক্কাস সাহেব
৩০. জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেব
৩১. জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব
৩২. জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব
৩৩. জনাব মোহাম্মদ নুরুল হাকিম সাহেব
৩৪. জনাব মোহাম্মদ নুর আলম সাহেব
৩৫. জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব
৩৬. জনাব মোহাম্মদ বাবুল সাহেব
৩৭. জনাব মোহাম্মদ আরিফ সাহেব
৩৮. জনাব মোহাম্মদ আইমানোল কবির সাহেব

Share post:

মুফতী মুহাম্মদ আবুল কাসেম আলক্বাদেরী
মুফতী মুহাম্মদ আবুল কাসেম আলক্বাদেরী
পরিচিতি ও প্রারম্ভিক জীবন: [Mu'allim ID No: B-01, M-51] জনাব মুফতী মুহাম্মদ আবুল কাসেম আলক্বাদেরী সাহেব একজন উদীয়মান ইসলামী চিন্তাবিদ, মুবাল্লিগে দা'ওয়াতে খায়রএবং সুন্নী মতাদর্শের একনিষ্ঠ খাদেম তাঁর মুর্শিদ হলেন আওলাদে রাসূল ﷺ, হযরত সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.যি.আ.)। তিনি ২০১৩ সাল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর সাথে সাংগঠনিকভাবে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরাধীন কোতোয়ালী পূর্ব থানা শাখা (বিগত ধারায়) দা'ওয়াতে খায়র সম্পাদক হিসেবে নিরলসভাবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, কোড়: ১৬১০। তিনি একটি সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে বেড়ে ওঠেন। 📍স্থায়ী ঠিকানা: পূর্ব বাকলিয়া ওয়ার্ড, সিলেট কোম্পানির বাড়ি, ‘গাউসিয়া-আলয়’, চট্টগ্রাম। 📲মোবাইল নং: 01826700750, 🎓শিক্ষা জীবন: তিনি তাঁর শিক্ষাজীবনের প্রতিটি স্তর অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে কামিল (মাস্টার্স) পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি ২০১৮ সালে তাফসীর বিভাগ এবং ২০১৯ সালে ফিক্বাহ বিভাগ থেকে কামিল সম্পন্ন করেন। এর আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এর অধীনে ফাজিল (২০১৬)এবং আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স (২০১৭) সম্পন্ন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আধুনিক ভাষা ইনস্টিটিউট (IML) থেকে আরবি ভাষায় ডিপ্লোমা এবং ঢাকার জামেয়া ক্বাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম(উচ্চ মাধ্যমিক) সম্পন্ন করেন। ⭐ধর্মীয় আদর্শ ও আধ্যাত্মিকতা: ধর্মীয়ভাবে তিনি সুন্নী-মাতুরীদী (আহলে সুন্নাত ওয়াল জামায়াত) মতাদর্শ এবং হানাফী মাজহাবের অনুসারী। আধ্যাত্মিক জীবনে তিনি সিলসিলায়ে আলিয়া ক্বাদেরীয়া-এর অনুসারী এবং মাসলাকে আ'লা হযরত-এর ধারক। তাঁর জীবনের মূল লক্ষ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের খেদমত করা। 🕌কর্মজীবন: কর্মজীবনে তিনি বিভিন্ন মসজিদে খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য মসজিদসমূহ: • ছৈয়্যদ হাসান আলী জামে মসজিদ, আগ্রাবাদ (২০১৫–২০১৭) • বায়তুল জান্নাত জামে মসজিদ, হামযা দিঘীর পাড় (২০১৮–২০২৩) • খাঁন সাহেব আব্দুল খালেক সওদাগর জামে মসজিদ, বন্দর (২০১৪) বর্তমানে তিনি ‘দাওয়াত-এ-খায়র’ কার্যক্রমের সাথে যুক্ত এবং শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনায় রয়েছেন। ব্যক্তিগত বৈশিষ্ট্য ও শখ: তিনি স্পষ্টভাষী ও নীতিবান। তোষামোদ অপছন্দ করেন এবং ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ প্রাধান্য দেন। তিনি বৃষ্টির শব্দ, নদীর কলতান এবং পাহাড়ের নির্জনতা উপভোগ করেন। অবসরে: নাত শোনেন, বই পড়েন এবং ইন্টারনেট ব্রাউজিং করেন। প্রিয় ব্যক্তিত্ব: হযরত মুহাম্মাদ ﷺ প্রিয় মানুষ: তাঁর মা ও বাবা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

দা’ওয়াতে খায়র মজলিস।। হাজী পাকনূর জামে মসজিদ, বলিরহাট বাজার, পূর্ব বাকলিয়া। চট্টগ্রাম মহানগর।

1️⃣ তারিখঃ ২৭/০১/২০২৬ ইং, ☀️ রোজঃ মঙ্গলবার, 🕰️ সময়ঃ বাদে ইশা, 2️⃣📍 স্থানঃ হাজী পাকনূর জামে মসজিদ, জামে মসজিদ, 3️⃣ 👥 আয়োজকঃ...

দাওয়াত এ খায়র মজলিস || পুলিশ প্লাজা মার্কেট মসজিদ, নন্দনকানন, চট্টগ্রাম।

সোমবার, বাদে আছর। ২৬/০১/২০২৬. পুলিশ প্লাজা মার্কেট মসজিদ, নন্দনকানন, চট্টগ্রাম। বিষয়: শবে বরাতের গুরুত্ব, প্রমাণ,করণীয়-বর্জনীয় মুআল্লিম: হাফেজ মাওলানা মুহাম্মদ জিয়া উদ্দিন...

দা’ওয়াতে খায়র মজলিস,রৌফাবাদ জামে মসজিদ, বায়েজিদ

তারিখ:-২৬/০১/২০২৬ বার:-সোমবার সময়:-বাদে এশা স্থান:-৩নং ওয়ার্ড,বায়েজিদ,রৌফাবাদ জামে মসজিদ মু'আল্লিম:-মুফতী মুহাম্মদ আবদুল আউয়াল ফোরকানী বিষয়:-শবে বরাতের ফজিলত ও আমল মুসল্লি:-প্রায় ৩৯ জন

মসজিদে তৈয়্যবিয়া, কায়েতটুলী, বংশাল, ঢাকা

২৫/০১/২০২৬ মসজিদে তৈয়্যবিয়া, ঢাকা,বংশাল,কায়েতটুলী, লোক সংখ্যা ৪৫ জন। প্রশ্নঃ নাই। মু'আল্লিম : মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মিয়াজী