আলহামদুলিল্লাহ, অদ্য ১৬/০১/২০২৬
আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন আনোয়ারা উপজেলা শাখার নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কবির আহমদ সাহেব এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মনির আহমদ এর সঞ্চালনায় শোলকাটাস্থ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হেফজখানা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল সম্পাদক ও সদস্যদের সাথে দা’ওয়াতে খায়ের স্ট্যান্ডিং কমিটি কর্তৃক নির্ধারিত সিলেবাস বাস্তবায়নের কৌশল নিয়ে মতামত গ্রহণ ও দা’ওয়াতে খায়ের এর গুরুত্ব নিয়ে মজলিসে আলোচনা করেন সহ – দা’ওয়াতে খায়ের সম্পাদক ও প্রশিক্ষণ প্রাপ্ত মু’আল্লিম মাওলানা মুহাম্মদ আব্দুল করিম
দা’ওয়াতে খায়র মজলিশ, আনোয়ারা উপজেলা শাখার পরিচিতি সভা,আনোয়ারা, চট্টগ্রাম
Date:
Share post:
