আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের পরিচালনায় আয়োজিত মাহফিল আয়োজনের কিছু গুরুত্বপূর্ণ নীতিমালাঃ
👉🏻 মাহফিলের তারিখ নির্ধারণের জন্যে নূন্যতম এক মাস আগে যোগাযোগ করতে হবে।
👉🏻 আয়োজক কমিটির প্রধান কিংবা সমন্বয় কারি ব্যাক্তির হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর নাম্বারে (01706355622) একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হবে যেখানে নিম্নোক্ত বিষয় উল্লেখ থাকবে-
– তারিখ
– সময়
– আয়োজন স্থান
– যোগাযোগকারীর নাম ও সাংগঠনিক পরিচয়।
– মাহফিলে বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনায় যদি তারা আগ্রহী থাকেন তাহলে সেই বিষয় গুলো উল্লেখ করে দিবেন।
👉🏻সার্বিক সুরক্ষা ও উধর্বতন কমিটির যথাযথ অনুমোদন।। বাই চেইন আয়োজক কমিটির উধর্বতন কমিটি থেকে শুরু করে জিলা সভাপতি সেক্রেটারি যেনো অবগত থাকেন।। সম্ভব হলে লিখিত অনুমতি পত্রের কপি জমা দিবেন।
👉🏻 ব্যানারে অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ থাকতে হবে মাহফিল হেডলাইন থাকতে হবে। যেমন দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল এর ক্ষেত্রে
🔸 সূরা আলে ইমরান এর ১০৪ নং আয়াত (কানযুল ঈমান এর হুবহু অনুবাদ)
🔸 মাহফিল হেডলাইন হবে দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল
🔸 পরিচালনাঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ
👉🏻 যদি মহিলা পরিষদ এর আওতাধীন কোনো মহিলা কমিটি না থাকে এবং এলাকার কোনো পুরুষ/মহিলা উদ্যোক্তা মাহফিল আয়োজন করতে আগ্রহী হন তাহলে এলাকার পুরুষ কমিটির আওতায় এই মাহফিল আয়োজন করতে হবে। পুরুষ কমিটির পক্ষ থেকে যোগাযোগ সম্পন্ন করতে হবে।
👉🏻 পুরুষ কমিটির সহায়তায় যদি মহিলা কমিটি মাহফিল আয়োজন করে তাহলে ব্যানারে ব্যবস্থাপনায় মহিলা কমিটির নাম উল্লেখ করার পাশাপাশি আয়োজনে আয়োজক কমিটি হিসাবে পুরুষ কমিটির নাম ব্যানারে উল্লেখ করা যেতে পারে।
👉🏻 ব্যানার ও লিফলেট বা দাওয়াত নামা সহ যে কোন প্রচারণার কপি প্রিন্ট করার আগেই মহিলা পরিষদের কাছ থেকে অনুমোদন নিতে হবে এবং সর্বাবস্থায় মহিলা পরিষদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে।
👉🏻উপরে ছাদ ও চারিপাশে পর্দা ঘেরা পরিবেশে মাহফিল আয়োজন করতে হবে।
👉🏻 মুয়াল্লিমা আপুদের যাতায়াত এর সুব্যবস্থা নিশ্চিত ক্রমে গাড়ি আয়োজক কমিটি ব্যবস্থা করবেন।
👉🏻 ইনডোর মাইক সিস্টেম। আওয়াজ বাইরে যেনো না যায় লক্ষ্য রাখবেন।
👉🏻 মাহফিল অভ্যন্তরে পুরুষ আনাগোনা যেনো না থাকে একটু খেয়াল রাখবেন।
👉🏻স্টেইজে কেন্দ্রীয় মুয়াল্লিমাগন ছাড়া অন্য কোনো অতিথি বসানো যাবে না। তবে মীলাদুন্নবী দ: মাহফিল কিংবা অন্যান্য মহিলা মাহফিলে অতিথি বসানো যেতে পারে।
(যেহেতু দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল কিংবা প্রশিক্ষণ মূলক মাহফিলে স্টেইজে অতিথি বসালে সেটা মুয়াল্লিমা আপুদের জন্যে বেশিরভাগ সময় বক্তব্য প্রদানে সমস্যা সৃষ্টি করেছে, তাই আয়োজক কমিটির প্রতি এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করছি।)
👉🏻 কয়েকজন বিশ্বস্ত স্বেচ্ছাসেবক ব্যবস্থা করতে পারেন যাদের দায়িত্ব হবে মহিলাদেরকে শৃঙ্খলার সাথে বসানো এবং কোনো অবস্থাতেই যেনো কেউ ছবি ভিডিও না করে সেটা নিশ্চিত করা। নিজেরাও ছবি ভিডিও করবেনা। এই আপুদেরকে অবশ্যই মুয়াল্লিমা আপুদের নির্দেশনা অনুসরণ করতে হবে।
👉🏻 ডাটা কালেকশন। স্বেচ্ছাসেবক ও আগত মা বোনদের নাম+ মোবাইল নং যতটুকু সম্ভব তালিকাবদ্ধ করা এবং কাগজটির কপি মুয়াল্লিমা আপুদেরকে দিবেন।
👉🏻 মাহফিল এর নিউজ প্রচারের ক্ষেত্রে নিজেরা ব্যাক্তিগত বা অন্য কোন মাধমে অনলাইন প্রচার না করে মহিলা পরিষদের নির্দিষ্ট ফেইসবুক/ ওয়েবসাইট পেইজ থেকে শেয়ার করার অনুরোধ থাকলো।
📌মাহফিল আয়োজনের ক্ষেত্রে দুইটি হেডলাইন এর যে কোন একটি বেছে নিতে পারেন। এক্ষেত্রে দুইটি মাহফিলের সূচী হবে:
দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল
বিষয়ঃ
👉🏻দরসে কোরান
👉🏻দরসে হাদিস
👉🏻নাতে মুস্তফা দঃ
👉🏻তরবিয়াতি বয়ান (অযু/নামাজ/…ইত্যাদি)
👉🏻মৃত মহিলার গোসল কাফন বিষয়ক বয়ান
👉🏻মীলাদ কিয়াম
👉🏻মুনাজাত
মৃত মহিলার গোসল ও কাফন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
👉🏻কোরান তিলাওয়াত
👉🏻নাতে মুস্তফা দঃ
👉🏻মৃতের গোসল বিষয়ক বর্ননা
👉🏻মৃতের কাফন বিষয়ক বর্ননা
👉🏻মহিলাদের হাতে-কলমে প্রায়োগিক প্রশিক্ষণ
👉🏻মীলাদ কিয়াম
👉🏻মুনাজাত
সময়ঃ ১.৩০-২ ঘন্টা
ধন্যবাদান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ